সেই বেলার কথা
-মনতাজুর রহমান জিহাদ
যখন আমি ছোট্ট ছিলাম,
বলতো সবাই খোকা।
ভালোবাসতো আদর করত,
মা বলত ওরে আদরের বোকা।
বুঝতে পারতাম না ঠিক
ভাষা তো শিখতে হয়,
আস্তে আস্তে শিখলাম ভাষা
তারপর মানুষকে ভালোবাসা।
ভালোবাসা অমূল্য ধন
যদি হয় না রতন,
হয় দুঃখ দূর দশা।
এই মর্মে এত আশা
এরি নাম ভালোবাসা।