আধুনিক বাংলা সাহিত্যের জনক অমিতাক্ষর ছন্দের প্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৮৮তম জন্ম বার্ষিকী উপলক্ষে যশোরের কেশবপুর উপজেলার কবির জন্মভুমি সাগরদাঁড়িতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও জেলা পরিষদের তত্ত্বাবধানে ২১ জানুয়ারী শনিবার বসছে সপ্তাহ ব্যাপী মধুমেলা।

যশোরের জেলা প্রশাসক মো: মোস-াফিজুর রহমান জানান, ২১ জানুয়ারী বিকাল ৩ টায় মধুমেলা উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এ্যাডভোকেট প্রমোদ মানকিন। কবির জন্মদিন ২৫ জানুয়ারি থেকে মধুমেলা শুরু হওয়ার প্রচলন থাকলেও এস,এস,সি / দাখিল পরীক্ষার কারণে এবছর ২১ জানুয়ারি থেকে মেলা শুরু হবে আর তা চলবে ২৭ জানুয়ারী পর্যন-। মধুমেলার যাত্রা, সার্কাস, মৃত্যুকুপে প্রাইভেট কার, মোটর সাইকেল প্রর্দশনী, আর্কশনীয় কৃষি মেলাসহ গ্রামীন পন্যের সমারোহ ঘটেছে সাগরদাঁড়ির মধূপল্লীতে । এ মধু মেলাকে কেন্দ্র করে সাগরদাঁড়িসহ পার্শ্ববর্তী গ্রাম সমূহে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে।

এদিকে প্রশাসনসহ প্রভাবশালীমহলের আশ্বাসে মধুমেলায় ডিজিটাল যাদু, ভ্যারাইটি শো, চলচিচত্র শিল্পীদের অংশগ্রহনে বিচিত্রা অনুষ্টান ও পুতুল নাচের আড়ালে নারী শিশুদের অশ্লীল উলঙ্গ নৃত্য, জুয়ার বোর্ড বসানোসহ  নানা অপসংস্কৃতমূলক কর্মকাণ্ড চালানোর জন্য একটি মহল সকল প্রস’তি সম্পন্ন করায় সচেতন মহল তাদের প্রাপ্ত বয়স্ক সন-াদের নিয়ে দু’চিন-া গ্রস’ হয়ে পড়েছে ।

এ ব্যাপারে সুশীল সমাজ ডিজিটাল যাদু, বিচিত্রা অনুষ্টান, ভ্যারাইটি শো, পুতুল নাচ, যাত্রার নামে অপসংস্কৃতিমূলক অনুমতি না দেওয়ার জন্য জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষন করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here