টাঙ্গাইলের মধুপুর উপজেলার নয়াপাড়া গ্রামে জলাতংক রোগে আক্রান্ত হয়ে মিলন মিয়া নামের (৮) এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু মৃত্যুর এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানা যায়, নয়াপাড়া গ্রামের দরিদ্র মজিবর রহমানের ছেলে মিলন মিয়াকে বেশ কদিন আগে একটি কুকুর কামড় দেয়। এতে সামান্য ক্ষতের সৃষ্টি হয়। শ্রমিক মজিবর রহমান বাড়িতে না থাকায় তার স্ত্রী মিলনকে কবিরাজী চিকিৎসার ব্যবস্থা করে। প্রথমে অবস্থার উন্নতি হলেও রোববার মিলনের অবস্থার অবনতি ঘটে এবং ওই রাত তিনটার দিকে তার মৃত্যু হয়।

অর্থাভাবে চিকিৎসা নিতে না পারার বিষয়টি এলাকার লোকজন জানতে পেরে শোকে মুহ্যমান হয়ে পড়ে।

দুপুরে তার নামাজে জানাযা শেষে নয়পাড়া কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/শাহরিয়ার সিফাত/টাঙ্গাইল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here