শাহরিয়ার সিফাত, টাঙ্গাইল থেকে
টাঙ্গাইলের মধুপুর উপজেলাকে পৃথক জেলা ঘোষণার দাবিতে এক কিলোমিটার লম্বা মানববন্ধন করেছে মধুপুরবাসী। মধুপুর জেলা বাস-বায়ন সংগ্রাম পরিষদের এই মানববন্ধন টাঙ্গাইল ময়মনসিংহ সড়কের মধুপুর থানার মোড় থেকে বাসস্ট্যান্ড হয়ে চাড়ালজানি ও জামালপুর সড়কের টুনিয়াবাড়ি পর্যন- এই মানববন্ধন বিসতৃতি লাভ করে।
শনিবার বিকাল তিনটা থেকে সাড়ে তিনটা পর্যন- রাস-ার দুই ধারের এই লম্বা মানববন্ধনে সকল রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় পনের হাজার লোক অংশ গ্রহণ করে। পরে মধুপুর বাসস্ট্যান্ডের গোলচত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় ঢাকা- জামালপুর, শেরপুর, টাঙ্গাইল-ময়মনসিংহসহ ১৭টি সড়কের যোগাযোগ দুই ঘন্টা বন্ধ থাকে। এ সময় মধুপুর শহর জেলার দাবিতে মুখরিত হয়ে ওঠে।
জেলা বাস-বায়ন সংগ্রাম পরিষদের সদস্য সচিব মাসুদ পারভেজ এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার আব্দুল গফুর মন্টু, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক আজিজুল হক লুলু, বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডা. মীর ফরহাদুল আলম মনি, মধুপুর পৌরসভার প্যানেল মেয়র মেহেদী হাসান মিন্জু, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক, খন্দকার শফিউদ্দিন মনি, প্রবাসী শাহ মো. কবীর হোসেন, প্রবাসী আব্দুল লতিফ, ছাত্রলীগের সভাপতি শরিফ আহমেদ নাসির, ছাত্রদলের আহবায়ক মোতালেব হোসেন ফকির, প্রমূখ।
মানববন্ধনের পূর্বে ট্রাক মালিক সমিতির অফিসে একই দাবিতে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়।