ডেস্ক রিপোর্ট::  রাজধানীর মতিঝিল থানার গোপীবাগ ফার্স্ট লেনে একটি ভবন থেকে মো. হাসান (৪০) নামে এক কেয়ারটেকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২০ আগস্ট) সন্ধ্যা পৌনে ৭টায় তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক জানান তিনি আগেই মারা গেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সুদীপ্ত শাহীন। তিনি বলেন, সকাল সাড়ে ৮টার দিকে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে ভবনের ছয়তলার ছাদে একটি ছোট রুমের ভেতরে তাকে গলায় ফাঁস দিয়ে ঝুলে থাকতে দেখি। তার স্ত্রীকে ফোন দেওয়া হলে তিনি না আসা পর্যন্ত পুলিশকে লাশ নামাতে নিষেধ করেন। পরে তিনি এসে ময়নাতদন্ত ছাড়া লাশ নিয়ে যেতে চান। এজন্য মরদেহ ঢাকা মেডিকেলে নিয়ে আসতে দেরি হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

তিনি বলেন, হাসান ওই বাসার কেয়ারটেকার ছিলেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন সে বিষয়টি প্রাথমিকভাবে জানা যায়নি।

তার বাড়ি ময়মনসিংহ সদরের বররচর এলাকায়। তিনি ওই এলাকার নুর ইসলামের ছেলে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here