পিরোজপুরের মঠবাড়িয়ার ৫ টি গ্রামে প্রতি বছর সৌদিআরবের সাথে মিল রেখে ঈদের এক দিন আগে ঈদ উল ফিতর উদযাপিত হলেও ঈদ উল আজহা বা কোরবানী অনুষ্ঠিত হয় বাংলাদেশের সকল স্থানের সাথে মিল রেখে। মঠবাড়িয়া উপজেলার শাপলেজা ইউনিয়নের দক্ষিন শাপলেজা, ভাইজোড়া, কচুবাড়িয়া, খেতাচিড়া ও  চড়কগাছিয়া গ্রামের প্রায় ৮ শত মানুষ এ নিয়মকে অনুসরন করে ঈদ পালন করেন।

জানাগেছে শরিয়তপুরের পীর হযরত মাওলানা জান শরীফ শাহ (রহঃ) এর অনুসারী সুরেশ্বর পন্থীরা এ নিয়মে  এ ঈদ পালন  করেন। সাপলেজা ইউনিয়নের সুরেশ্বর পন্থী নেতা প্রাক্তন ইউপি সদস্য মোঃ ফরহাদ হোসেন জানান, তাদের এলাকায় প্রায় একশত বছর ধরে  এ নিয়মে ঈদ পালিত হয়ে আসছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/রশিদ আল মুনান/পিরোজপুর

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here