ডেস্ক রিপোর্ট:: রাজধানীর হাতিরঝিল থানার মগবাজার রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের (৩৫) এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ মে) দুপুর সোয়া একটায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এস আই) এনামুল জানান, খবর পেয়ে মগবাজার রেল ক্রসিং এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি, কমলাপুর থেকে ছেড়ে আসা জামালপুরগামী একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত অবস্থায় ওই যুবক রাস্তায় পড়ে ছিলেন। পরে আমাদের খবর দিলে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে আমরা তার পরিচয় শনাক্ত করতে পারিনি। আমরা ক্রাইম সিনকে খবর দিয়েছি। ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্তের চেষ্টা করা হবে।