বৃহস্পতিবার মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৩৫-তম মৃত্যুবার্ষিকী। দলমত নির্বিশেষে সর্বস্বরের জনগন আজ এ নেতার মাজারে শ্রদ্ধা নিবেদন করবেন। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও নানা কর্মসূচী গ্রহন করা হয়েছে। ১৯৭৬ সালের এই দিনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এই দেশ বরেণ্য নেতা মৃত্যুবরণ করেন। তাঁকে টাঙ্গাইলের সন্তোষে দাফন করা হয়। তিনি ১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হাজী শরাফত আলী খান। তিনি আমৃত্যু কৃষক শ্রমিক মেহনতি মানুষের জন্য সংগ্রাম করে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর।
প্রসঙ্গত, গত রবিবার থেকে মজলুম জননেতা মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভাসানী ফাউন্ডেশন এর উদ্যোগে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রাঙ্গনে ৫ দিনব্যাপী শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি ও কৃষি বিষয়ক ভাসানী মেলার আয়োজন করা হয়। আয়োজিত এ মেলায় ২৬ টি স্টল স্থান পেয়েছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/রিয়াজ উদ্দিন রিপন/মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়