মংলায় ১৩টি আগ্নেয়াস্ত্র ও ২৬ রাউন্ড গুলিসহ  ৩ জনকে আটক করেছে কোস্টগার্ড।

এ বিষয়ে কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন শাখার প্রধান লে. হাসানুজ্জামান জানান, দস্যুদের কাছে অস্ত্র বিক্রি করার উদ্দেশে সুন্দরবনে একটি অস্ত্র ব্যবসায়ী দল অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের জংরা খাল এলাকায় শুক্রবার সকাল ১১টার দিকে অভিযান চালায় কোস্টগার্ড।

এ সময় মিলন মন্ডল (৩২), রফিকুল ইসলাম (৪৫) ও সাইদুল ইসলামকে (২৯) আটক করা হয়।

তিনি আরো জানান, অভিযানের সময় আটকদের কাছ থেকে দেশি ও বিদেশি ১৩টি অস্ত্র ও ২৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ বিষয়ে বিস্তারিত দুপুর ২টায় প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/মংলা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here