কুল অ্যান্ড কুল কাপ সিরিজের একমাত্র টি-টুয়েন্টিতে ১৩৬ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়েছে স্বাগতিক বাংলাদেশ। পাকিস্তানের আক্রমণাত্মক বোলিংয়ের মুখে ২৩ রানেই সাজঘরে ফিরেছেন বাংলাদেশের প্রথম সারির ৫ ব্যাটসম্যান।
১৩৬ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলীয় ৩ রানের মাথায় ওমর গুলের বলে লেগবিফোরের ফাঁদে পড়েন নাইম ইসলাম (৩)।
এরপর দলীয় ৪ রানে অলক কাপালি (০), ১৫ রানে ইমরুল কায়েস (২), ১৭ রানে সাকিব আল হাসান (৭) এবং দলীয় ২৩ রানে সাজঘরে ফিরেন সহ-অধিনায়ক মাহমুদুল্লাহ (২)।
প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১১ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৩৭ রান। মাঠে রয়েছেন অধিনায়ক মুশফিকুর রহিম (৯) ও নাসির হোসেন (১০)।
এর আগে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার বিকেলে টস জিতে ব্যাট করতে নেমে স্বাগতিক বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করে পাকিস্তান।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/স্পোর্টস নিউজ