সিরিজে সমতায় ফেরার ম্যাচে পাকিস্তানের ২৬২ রান তাড় করতে যেয়ে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। দলীয় ১৯ রানেই সাজঘরে ফিরে গেছেন প্রথমসারির চার ব্যাটসম্যান। সাকিব ৩ ও নাসির হোসেন ১০ রানে ক্রিজে আছেন। সর্বশেষ স্বাগতিক বাংলাদেশের সংগ্রহ ১৬ ওভারে ৪ উইকেটে ৩৩ রান।
দলীয় ৮ রানে ওপেনার তামিম ইকবাল (৪) উমর গুলের অফ স্টাম্পের অনেক বাইরের বলে ব্যাট চালালে তা দ্বিতীয় স্লিপে ইউনিস খান দারুণ দক্ষতায় তালুবন্দি করেন। এরপর অপর ওপেনার ইমরুল কায়েস (৬) দলীয় ১৬ রানে মোহাম্মদ হাফিজের বলে পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল হকের হাতে সহজ ক্যাচ দেন।
এর দুই রান বাদেই দলীয় ১৯ রানে হাফিজের বলে এলবিডব্লিউ হন শাহরিয়ার নাফিস (৭)। আর অন্যদের মতই দলীয় একই রানে ব্যর্থ অধিনায়ক মুশফিকুর রহিম। উমর গুলের বলে হাফিজের তালুবন্দি হওয়ার আগে তিনি সংগ্রহ করেন এক রান।
এরআগে টস জিতে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে পাকিস্তান ৭ উইকেটে ২৬২ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৫৯ রান করেন ওমর আকমল।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/স্পোর্টস নিউজ