এন এম জিকু, ভোলা
ভোলা মেঘনা নদী থেকে এক কোটি টাকার মাছ ও জাল আটক করেছে কোষ্টগার্ড। বৃহঃস্পতি বার দুপুরে মেঘনা নদী থেকে ১ লক্ষ ৭১ হাজার মিটার কারেন্ট জাল, ১৮ টি মশারি সহ ৬৫ কেজি জাটকা ইলিশ আটক করেছে স’ানীয় কোষ্টগার্ড সদস্যরা। যার বর্তমান বাজারে মূল্য প্রায় এক কোটি। এ সময় জেলেরা কোষ্টগার্ডে সদস্যদেরকে দেখে পালিয়ে যায়।
কোষ্টগার্ডে সদস্য মাহফুজুর রহমান এর সাথে আলাপ করলে তিনি মেঘনা নদী থেকে প্রায় এক কোটি টাকার মাছ ও জাল আটকের কথা শিকার করেন।