ভোলা সাগর মোহনা মেঘনা থেকে অপহৃত ৩ জেলেকে ৩ দিন পর উদ্বার করেছে কোষ্টগার্ড। রবিবার সন্ধ্যায় তেলিয়ার চরে গোপন সংবাদের ভিত্তিতে কোষ্টগার্ড অভিযান চালিয়ে ৩ জেলেসহ একটি মাছ ধরার নৌকা উদ্বার করেছে।
উদ্বারকৃতরা হল অনিল মাঝি,লিখন,লিটন মাঝি।তাদের বাড়ি লক্ষীপুরের রামগতি থানায়।
জেলেরা জানায়, ১৩ জানুয়ারি মেঘনা থেকে একটি নৌকাসহ তাদেরকে অপহরন করে।
কোষ্টগার্ড দক্ষিণ জোনের কর্মকতা মতিন জানায়, অপহৃত ৩ জেলেকে তাদের ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দেয়া হয়েছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/এন এম জিকু/ভোলা