এন এম জিকু , ভোলা
ভোলা সদর উপজেলার পূর্ব ইউনিয়নের বাঘার হাওলা গ্রামের এক কলেজ ছাত্রী জেসমিন আক্তার (১৮) অপহরনের ৩দিনেও উদ্ধার হয়নি।
সে মৃত আব্দুর রশিদের মেয়ে ও ভোলা সরকারী ফজিলাতুন নেছা মহিলা কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্রী।
মেয়ের দুশ্চিন্তায় দিশেহারা হয়ে পড়েছে ওই ছাত্রীর মা বিবি হাজেরা এবং ভাই মো: জসিম উদ্দিনসহ পরিবারের সবাই। স’ানীয় ৫ নং ওয়ার্ডের ইউপি মেম্বার লোকমান হোসেন এ অপহরনের সাথে জড়িত বলে অপহৃতার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে।
এ ঘটনায় ভোলার চীফ জুডিশিয়াল আদালতে একটি মামলা দায়েরের প্রস’তি চলছে বলে অপহিতার পরিবার জানিয়েছে।
২২ জানুয়ারী রবিবার দুপুরে অপহৃতার ভাই জসিম উদ্দিন অভিযোগ করে বলেন, গত ১৯ জানুয়ারী সকাল ১০ টার দিকে মোবাইল ফোন করে তার ছোট বোনকে ব্ল্যাকমেল করে নিয়ে যায় স’ানীয় ইউপি মেম্বার ও আ’লীগ নেতা লোকমান হোসেন ও তার লোকজন।
এরপর তাকে অপহরন করে অজ্ঞাত স’ানে নিয়ে যাওয়া হয় । অপহরনের ৩দিনেও সে উদ্ধার হয়নি।
আর হদিস পাওয়া যায়নি কলেজ ছাত্রীটির। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। অপহরনকারীরা তাকে কোথায় লুকিয়ে রেখেছে তা জানে না পরিবারের লোকেরা। স’ানীয়দের কাছ থেকে জানতে পেরে লোকমান হোসেনের কাছে অপহৃতার পরিবারের পক্ষ থেকে কলেজ ছাত্রীকে ফেরত চাইলেও সে নানা রকম তালবাহানা শুরু করছে।
এ ব্যাপারে অভিযুক্ত ইউপি সদস্য লোকমানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন ‘আমি ৩ সন্তানের জনক, আমি এ কাজ করতে যাবো কেন’। তবে কলেজ ছাত্রী নিখোজ হওয়ার বিষয়টি তিনি জানেন বলে স্বীকার করেছেন।
পূর্ব ইলিশা ইউপি চেয়ারম্যান মো: সিরাজ উদ্দিন বলেন, ঘটনা শুনেছি। তবে কারা অপহরন করেছে তা জানিনা।
ভোলা থানার ওসি মোবাশ্বের আলী বলেন, আমাদেরকে এ ঘটনা কেউ জানায়নি।