ভোলা চরফ্যাশন মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাক সংঘর্ষে আহত হয়েছে ১৫ জন। সোমবার দুপুরে খায়েরহাট রাস্তার মাথা এলাকায় এদূর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, যাত্রীবাহী বাস চরফ্যাশন থেকে ভোলা সদরে আসার পথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে সংঘর্ষ ঘটে।এতে ঘটনাস্থলে বাস যাত্রী ১৫ জন আহত হয়। আহতদের বোরহানউদ্দিন ও ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বোরহানউদ্দিন থানার উপ-পরিদর্শক(এএসআই)খায়রুল ইসলাম জানায়, এদূর্ঘটনার খবর জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।ট্রাক চালক পালিয়ে যাওয়ায় ট্রাকটিকে থানায় নিয়ে আসা হয়েছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/এন এম জিকু/ভোলা