এন এম জিকু, ভোলা

ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের চর চটকিমারা গ্রামের ধান ক্ষেত থেকে ২ মাস বয়সী একটি মেছোবাঘের ছানা আটক করেছে কৃষকরা।আটক করার একদিন পর ২৩ ডিসেম্বর শুক্রবার দুপুরে কৃষকরা ছানাটিকে ভোলা শহরে নিয়ে এলে বন বিভাগ তা উদ্ধার করে অবমুক্ত করে দিয়েছে।

ভোলার বন বিভাগের কর্মকতা মাসুদ রানা জানান, খাদ্যের টানে জঙ্গল থেকে মেছে বাঘটি মায়ে সঙ্গে লোকালয়ে আসতে পারে । মানুষের উপস্তিতি টের পেয়ে তাদের সঙ্গিরা পালিয়ে গেলেও ছানাটি আটকে পরে কৃষকদের হাতে।মেছো বাঘের ছানাটির বয়স কম হওয়ায় এটিকে জঙ্গলে ছেড়ে দেয়া হয়েছে। মেছোবাঘের ছানা আটকের খবর পেয়ে শহরে শত শত উৎসুক জনতা ভীড় জমান। পরে বন বিভাগের কর্মীরা বাঘের ছানাটি অবমুক্ত করে দেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here