ভোলা চরফ্যাশনে ভূয়া র‌্যাব এর সিআইডি কর্মকর্তার পরিচয় দিয়ে বিভিন্ন জনকে হুমকি ও ঘুষ গ্রহণের অভিযোগে ভোলার চরফ্যাশনে আমেনা  ওরফে অন্তরা (২৩) এক মহিলাকে ৬ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আমেনা খাতুন ওরফে অন্তরা ঢাকার নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলার বাসিন্দা। আজ সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: নুরুল হাফিজ এ রায় দেন।

চরফ্যাশন থানার ওসি মো: রিয়াজ ইউনাইটেড নিউজ ২৪ ডট কম কে জানান, দীর্ঘদিন থেকে ওই নারী চরফ্যাশনের বিভিন্ন এলাকায় র‌্যাব সদস্য ও সিআইডি কর্মকর্তার পরিচয় দিয়ে আসছিল। ওই পরিচয় দিয়েই সে ভোলা চরফ্যাশনে বিভিন্নজনের কাছ থেকে নগদ টাকা গ্রহণ করে। এছাড়াও পুলিশের কাজে বিভিন্ন সময় বাধা প্রদান করে আসছিল সে। অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে আটক করার পর ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। এ সময় তিনি বৈধ কোন কাগজ পত্র দেখাতে পারেননি। পরে তাকে ৬মাসের কারাদন্ড দেয় আদালত।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল হাফিজ বলেন, ওই মহিলার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় দন্ড বিধির ১৮৬ ও ১৮৯ ধারায় ৬ মাসের জেল দেওয়া হয়।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/এন এম জিকু/ভোলা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here