ভোলা মেঘনা নদীতে এক কোটি টাকার মাছ জাল আটকের পরফের দেড় কোটি টাকার মাছ ও জাল জব্দ করেছে কোষ্টগার্ড। বৃহঃস্পতি বার রাত থেকে শুক্রবার গভীর রাত পর্যন্ত মেঘনা ও তেতুলিয়া নদীতে কোষ্টগার্ড দক্ষিন যোনের ৮ টি দল বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে প্রায় এক কোটি ২২ লাখ টাকার জাল ও জাটকা ইলিশ উদ্ধার করে ।
পরে উদ্ধারকৃত জাল পুড়িয়ে পেলা হয়। এ সময় জেলেরা কোষ্টগার্ডে সদস্যদেরকে দেখে পালিয়ে যায়। কোষ্টগার্ডে সদস্য মাহফুজুর রহমান এর সাথে আলাপ করলে তিনি মেঘনা নদী থেকে প্রায় দেড় কোটি টাকার জাল আটকের পর পুড়িয়ে পেলার কথা শিকার করেন। তিনি বলেন জাটকা নিধনের ব্যাপারে কোষ্টগার্ডের অভিযান নিয়মিত চালানো হবে।
ইউনাইটেডনিউজ ২৪ ডট কম/এন এম জিকু/ভোলা