এন এম জিকু, ভোলা
ভোলা সদর উপজেলার আলিনগর ইউনিয়নে দুলাভাইর হামলায় শ্যালক ফারুক (৪৩)নিহত হয়েছে।
স’ানীয় সুত্রে জানায়, আলিনগর ইউনিয়নে মৌটুপি গ্রামের সিরাজের সাথে রতনপুর ইউনিয়নের ফারুকের বোন জুলেখার বিয়ে হয়। বিয়ের পর থেকেই সিরাজ তার স্ত্রী জুলেখাকে বিভিন্ন সময়ে কোন অজুহাত ছাড়াই মারতে মারতে থাকে।
শ্যালক ফারুক রবিবার বিকেলে ঐবাড়িতে যায় এবং প্রতিবাদ করতে গেলে সিরাজ তাকে এলোপাথারি ভাবে মেরে আহত করে।
স’ানীয়রা শ্যালক ফারুকে সন্ধ্যায় ভোলা সদর হাসপাতালে ভর্তি করলে রাতে ফারুক মারা যায়।
এ ব্যাপারে ভোলা থানার ওসি মনিরুজ্জামান মনির জানায়, নিহতের পরিবার থেকে একটি হত্যা মামলার প্রস’তি চলছে।