ভোলায় ঘরে ঘরে গৃহস্থালী গ্যাস সরবরাহ, প্রস্তাবিত বিদ্যুত কেন্দ্র দ্রত স্থাপন, নদী ভাঙ্গন প্রতিরোধ ও ইপিজেড’র দাবিতে,ভোলা শহরে ঘন্টাব্যাপী মানব বন্ধন করেছে ভোলা জেলা নাগরিক কমিটি। মানব বন্ধনে ভোলা জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক  সংগঠনসহ সকল শ্রেণী পেশার মানুষ দাবিগুলোর সাথে একাত্নতা প্রকাশ করে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। ভোলা সদরের বাংলা স্কুল মোড় থেকে বরিশাল দালান পযর্নত্ম দির্ঘ এ মানব বন্ধন ৪ ডিসেম্বর রবিবার সকাল ১১টায় অনুষ্ঠিত হয়।

রবিবার সকাল ১১টায় ভোলা জেলা নাগরিক কমিটি আয়োজিত মানব বন্ধনকালে বক্তব্য রাখেন নাগরিক কমিটি আহবায়ক এ্যাডভোকেট শাজাহান, যুগ্ন আহবায়ক মোবাশ্বের উল্যাহ চৌধুরী, সদস্য সচিব এস এম বাহাউদ্দিন, এ্যাডভোকেট খায়রম্নল ইসলাম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন কোটি কোটি টাকা খরচ করে ভোলার রাস্তা খোড়া খুঁড়ি করে গ্যাস পাইপ লাইন বসানোর দেড় বছর অতিক্রানত্ম হলেও এখন পর্যন্ত গ্যাস সংযোগ দেয়া হয়নি। অথচ শাহাবাজপুর গ্যাস ফিল্ড থেকে মাত্র সামান্য পরিমান গ্যাস হলেই ভোলা শহরের বিশ কিমিঃ এলাকায় গ্যাস সরবরাহ সম্ভব। এখানে বিশ কিমিঃ লাইনই টানা হয়েছে। তাই অবিলম্বে প্রতিটি ঘরে ঘরে গ্যাস সংযোগ দিতে হবে। এছাড়াও  ভোলার বোরহানউদ্দিনের কুতুবা এলাকায় ৩৫ একর জমির উপর পিডিবি ও একটি বেসরকারী কোম্পানী পৃথক ভাবে ২২৫ মেগাঃ করে ৪৫০ মেগাঃ বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে। ভোলার গ্যাসদিয়ে চলবে এ বিদ্যুৎ কেন্দ্র। তাই এ বিদ্যুৎ পাইপ লাইনের মাধ্যমে জাতীয় গ্রিডে গেলেও ভোলার বিদ্যুৎ চাহিদা এখান থেকেই মেটানোর ব্যবস্থা রাখতে হবে। পাশাপাশি চলতি খরা মৌসুমে ভোলার সবচাইতে গুরুত্বপূর্ন কাজ নদী ভাঙন রোধ কল্পে রিংবাঁধ, বক্ল ও বেড়িবাধ নির্মান এবং ইপিজেড নির্মানেরও দাবী জানানো হয়।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/এন এম জিকু/ভোলা

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here