ভোলা জেলার প্রাণকেন্দ্রে ভোলার খাল রক্ষার দাবীতে সেইভ ফাউন্ডেশনের ভোলা জেলা শাখার উদ্যোগে রবিবার ভোলার মৃত প্রায় খালের পাড়ে সকাল ১০টা থেকে ১১ টা পর্যন্ত ১ ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।
এ খাল দীর্ঘ ১৩ বছর ধরে খনন না করায় পুরোপুরি ভরাট হয়ে গেছে। বিভিন্ন সময়ে খালকাটার বাজেট হলেও খাল কাটা হয়নি।
ভোলা সেইভ ফাউন্ডেশনের পরিচালক সাহাদাত শাহিনের পরিচালনায় মানব বন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ শওকাত হোসেন, ভোলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক সামস উল আলম মিঠু, ভোলা লায়ন্স হোমিও কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবির, লেখক কাজল কৌসিক, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ শাহিন, সামাজ সেবক মোস্তফা ফারুক, জেলা পুজা উৎযাপন পরিষদের সাধারন সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র দে প্রমুখ।
এ সময় বক্তারা জরুরী ভিত্তিতে খালটি সংস্কার করে দুই তীরের অবৈধ দখলদার উচ্ছেদেও জোড় দাবী জানান।
এছাড়াও মানববন্ধনে ভোলার সাংবাদিক, লেখক, সমাজ সেবক, ব্যাবসায়ী,পরিবহন শ্রমিক, রাজনীতিবিদসহ বিভিন্ন পেশার মানুষ অংশ গ্রহন করেন।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/এন এম জিকু/ভোলা /