স্ত্রীকে হত্যা করে দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর ২৫ ডিসেম্বর রোববার রাতে ঘাতক স্বামী কামাল জমাদ্দারকে গ্রেপ্তার করেছে ভোলা থানা পুলিশ। গত ৪ নভেম্বর ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের সাহেবের কাচারী নামক এলাকায় এ চাঞ্চল্যকর হত্যার ঘটনাটি ঘটে। ঘটনার পরদিন নিহত বিবি আমেনা মামা মোঃ ফয়েজ বাদী হয়ে ভোলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ভোলা সদর থানার ওসি মোবাশ্বের আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিবি আমেনা হত্যা মামলার প্রধান আসামী কামালকে গত রাতে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। ২৬ ডিসেম্বর সোমবার সকালে তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে জেল হাজতে পেরন করে।
পরকীয়া প্রেমে বাঁধা দেয়ায় গত ৪ নভেম্বর কামাল জমাদ্দার তার স্ত্রী আমেনাকে স্বাসরুদ্ধ করে হত্যা করে। এরপর বাড়ির পার্শ্ববর্তী একটি গাছে সাথে বিবি আমেনার লাশ শাড়ীর আচঁল দিয়ে বোঁধে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দেয়। ঘটনার পর থেকেই স্বামী কামাল জমাদ্দার পলাতক ছিল।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/এন এম জিকু/ভোলা