ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্জে নুরম্নল ইসলাম (৬৫) নামের এক বৃদ্ধের জুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নুরুল ইসলামের পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়, নুরুল ইসলাম শুক্র বার বিকেলে গজারিয়া বাজারে বাজার করতে যায়। রাতে নুরম্নল ইসলাম বাড়ি ফেরেনি। তাকে বিভিন্ন স্থানে খোঁজাখোজি করে পাওয়া যায়নি। শনিবার দুপুরে তার লাশ বাড়ির পাশে গাছের সাথে জুলন্ত অবস্থায় দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে গাছ থেকে লাশ মাটিতে নামায়।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকতা ওসি হারুন অব রশিদ জানায়, লাশের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে, নিহত নুরুল ইসলামকে পিটিয়ে গাছের সাথে জুলিয়ে মারা হয়েছে। তবে ঘটনার সাথে কে বা কারা জরিত তা বলা যাচ্ছেনা।এ ব্যাপরে লালমোহন থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/এন এম জিকু/ভোলা