ভোলা তজুমদ্দিন উপজেলার র্শীষ সন্ত্রাসী মেশারফ হোসেন মশা কে গ্রেফতার করেছে পুলিশ। শ্রক্রবার সকালে পুলিশ গোপন সংবাদ পেয়ে তজুমদ্দিন সুইজগেট থেকে তাকে গ্রেফতার করে ।
তার বিরুদ্ধে তজুমদ্দিন থানায় ২টি মামলা সহ জেলার প্রত্যেকটি থানায় একাধিক করে মামলা রয়েছে।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকতা ওসি মাহাবুবুর রহমান জানান,কাজলকে আটকের ঘটনার জন্য স্থানীয়রা খুশি হয়ে মেশারফ হোসেন মশার অবস্থান সম্পর্কে আমাদেরকে তথ্য দেয় গেন তথ্য মত র্শীষ সন্ত্রাসী মেশারফ হোসেন মশাকে গ্রেফতার করি।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/এন এম জিকু/ভোলা