ভোলার সাগর মোহনা মেঘনা নদীতে অবৈধ ভাবে খুচি জাল পেতে জাটকাসহ বিভিন্ন  প্রজাতির মাছ ও মাছের পোনা নিধন করা হচ্ছে । প্রতিদিন এভাবেই  মাছ ধরায় একদিকে নদী যেমন মাছ শূন্য হচ্ছে অন্যদিকে  ক্ষতিগ্রস্থ হচ্ছে নানা প্রজাতির মাছ ও মেঘনার হাজার হাজার সাধারণ জেলে। আর এই ক্ষতির জন্য জেলে নেতা ও প্রশাসন দায়ী  বলে অভিযোগ করেছেন প্রান্তিক জেলেরা। অভিযোগে

জানা  যায়, প্রতি বছরই মেঘনার প্রভাবশালী মাছ ব্যবসায়ীরা  অবৈধ খুচি জাল পেতে মাছ ধরে ব্যবসা চালিয়ে আসছেন ।  এই মৌসুমে এর প্রভাবটা অনেকটা বেড়ে যায়। ফলে খুচি জালে ছোট বড় সকর ধরনের মাছ আটকা পরে। সাধারন জেলেরা জানায়, এই জাল পাতার কারনে জেলেরা যখন নদীতে জাল ফেলে তখন পানির স্রোতে তাদের জাল গিয়ে খুচি জালের জন্য পাতা বাশঁ ও গাছের উপর পরে তখন ওই সাধারণ জেলেরা ওই জাল আর তুলে আনতে পারে না।যার কারনে বড় রকম আর্থিক ক্ষতির সম্মুখিন হন প্রানিত্মক জেলেরা । প্রতি বছরই সাধারণ জেলেরা অবৈধ খুচি জালের প্রতিবাদ করে আসছে।অথচ অবৈধ খুচি জাল ব্যবসায়ীরা নির্বিঘ্নে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে ।  অভিযোগ রয়েছে ওই ব্যবসায়ীরা কোস্ট গার্ড ও পুলিশ কর্মকর্তাদের ম্যানেজ প্রক্রিয়ায় অথবা  ক্ষমতার প্রভাব খাটিয়ে ব্যবসা চালিয়ে আসছে।  এ ব্যাপারে ভোলা  কোস্ট গার্ডের অপারেশন অফিসার জানান, আমাদের টহলদল রয়েছে। হয়তোবা টহলদল ওই স’ান গুলো চিনে না। এ ছাড়া এ ব্যাপারে কোন জেলে আমাদের কাছে অভিযোগ করেনি। মৎস্য অফিস আমাদের কোন রকম তথ্য প্রদান করে না। তবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, কোস্ট গার্ড অভিযান পরিচালনা করবে আমাদের সাথে নিয়ে। তবে মেঘনা থেকে অবৈধ খুচি জাল আটক করার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের চাপ রয়েছে বলে তিনি স্বীকার করেন। কিন’ উর্ধ্বতন কর্তৃপক্ষের চাপ থাকা সত্ত্বেও কেন তিনি অভিযান চালাচ্ছেন

না বিষয়টি পরিস্কার করেন নি। তবে কবে নাগাদ অভিযান চালাবেন সু-স্পষ্ট তথ্য দেন নি।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/এন এম জিকু/ভোলা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here