ডেস্ক রিপোর্ট::  সর্বাত্মক অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে নোয়াখালীবাসীকে ভোট বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করেছে জেলা যুবদল।

গতকাল বিকেলে জেলা শহরের হাসপাতাল সড়কে এসব লিফলেট বিতরণ করা হয়। এ সময় যুবদলের নেতাকর্মীরা সরকারের বিরুদ্ধে স্লোগান ও ভোট বর্জনের পক্ষে স্লোগান দেন।

এতে নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন, সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, নোয়াখালী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু হাসান মোহাম্মদ নোমানসহ কর্মী-সমর্থকরা অংশগ্রহণ করেন।

নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন ঢাকা পোস্টকে বলেন, অধিকাংশ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল এ নির্বাচন বর্জন করছে। অবৈধ নির্বাচন কমিশনের অধীনে এ অবৈধ নির্বাচন আমরা মানি না। জনসাধারণ ৭ তারিখের কোনো ভোটে যাবে না। নির্বাচনের দিন বুঝিয়ে দিতে হবে এ সরকার জনগণের সরকার নয়। ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের জনমত তৈরির লক্ষ্যে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here