আ স ম আবদুর রবমিসু সাহা নিক্কন :: স্বাধীনতার পতাকা উত্তোলক, সাবেক মন্ত্রী ও জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ভোটারবিহীন নির্বাচন মুক্তিযুদ্ধের চেতনার সাথে বিশ্বাসঘাতকতা। ১৯৭০ সালের নির্বাচনে জনগণের ভোটের অধিকারকে অপমান করার কারণে, জনগণ সশস্ত্র মুক্তি-সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ অর্জন করে। ৫ই জানুয়ারী ২০১৪ সালের মত ভোটারবিহীন আরেকটি নির্বাচনের স্বপ্ন ভয়ংকর বিপদ ডেকে আনবে।

আজ (০৪ এপ্রিল) বিকেলে রামগতি উপজেলার চর আলগী ইউনিয়নের সুফিয়া বাজারে রামগতি উপজেলা জেএসডি আয়োজিত সমাবেশে তিনি এসকল কথা বলেন।

আ স ম রব আরো বলেন, অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে সরকারের জয় লাভের কোন সম্ভাবনা নেই-এটা নিশ্চত যেনেই সরকার বিরোধী দল বিহীন আরেকটি নির্বাচনের লক্ষ্যে নানা ধরণের অগণতান্ত্রিক কূট-কৌশলের আশ্রয় নেয়ার পায়তারা করছে। জনগণকে ভোটের অধিকার থেকে বার বার বঞ্চিত করার পরিনাম হবে খুব ভয়াবহ। জনগণের মালিকানা অস্বীকার করে মুক্তিযুদ্ধের বাংলাদেশে কোন রাজনীতি চলতে পারে না।

আনসারুল হক বাহার এর সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন, জেএসডি কেন্দ্রীয় সহ সভাপতি মিসেস তানিয়া রব, রামগতি উপজেলা জেএসডি সভাপতি জনাব গিয়াস উদ্দিন, জহিরুল ইসলাম নওশাদ, লোকমান হোসেন বাবলু অধ্যক্ষ আবদুল মোতালেব, শাহাদাত হোসেন নিরব, হান্নান হাওলাদার, আবদুল্লাহ আল নোমান, আসিফুল ইসলাম রিয়াজ সহ স্থানীয় জেএসডি-যুবপরিষদ-ছাত্রলীগ নেতৃবৃন্দ প্রমুখ

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here