কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ পুলিশ ক্যাম্পের পাশের বাড়িতে ঘণ্টাব্যাপী দুধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা গুলিবর্ষণ করে এলাকায় ত্রাস সৃষ্টির মাধ্যমে বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর অস্ত্রের মুখে ২৫ ভরি স্বর্ণালংকার ও নগদ দুই লাখ টাকাসহ মোট ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। জুনিয়াদহ ক্যাম্প ইনচার্জ এস আই আব্দুল হামিদ ও ডাকাতি হওয়া বাড়ির লোকজন জানিয়েছেন, শনিবার দিবাগত রাত একটার দিকে ১৫-২০ সশস্ত্র ডাকাত হানা দেয় পুলিশ ক্যাম্পের পাশের বাড়িতে। তারা অস্ত্রের মুখে মহিলাদের জিম্মি করে বিভিন্ন কক্ষ থেকে ২৫ ভরি স্বর্ণালংকার ও দুই লাখ নগদ টাকাসহ ১৫ লাখ টাকার মালামাল লুটে নেয়। এসময় গৃহকর্তা নয়ন বাড়ির ছাদে লুকিয়ে প্রাণ রক্ষা করেন। এর আধাঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে আসে। এখন পর্যন্ত কোনো ডাকাতকে আটক কিংবা লুণ্ঠিত মালামাল উদ্ধার করতে পারেনি পুলিশ। তবে ঘটনাস্থল থেকে বন্ধুকের গুলির খোসা উদ্ধার করা হয়।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কাঞ্চন কুমার/কুষ্টিয়া