ডেস্ক রিপোর্ট::  বাংলাদেশ-ভুটান দুই ম্যাচ সিরিজের দুই ম্যাচই বিরক্তিকর ফুটবল হয়েছে। প্রথম ম্যাচে বাংলাদেশ ১-০ আর আজ দ্বিতীয় ম্যাচে ভুটান ১-০ গোলে জিতেছে। প্রথম ম্যাচে বাংলাদেশ জিতেছিল ভুটানের গোলরক্ষকের ভুলে। দ্বিতীয় ম্যাচে ভুটান জিতল বাংলাদেশের ডিফেন্ডারদের ভুলে।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশের স্পেনিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বলেন, ‘গোলে আমাদের ভুল হয়েছে। বল ড্রপ এলাও এবং পরেই গোল হওয়া। দুই ক্ষেত্রেই ভুল আছে।’ বাংলাদেশের সিনিয়র ডিফেন্ডার তপু বর্মণ প্রতিপক্ষের ফরোয়ার্ডকে মার্ক না করে অফ সাইডের আবেদন করে যাচ্ছিলেন।

বাংলাদেশ দুই ম্যাচেই একেবারে বাজে ফুটবল খেলেছে। প্রথম ম্যাচে ভুটানের গোলরক্ষক হাস্যকর ভুল না করলে মোরসালিন গোল পেতেন না। আজ অবশ্য ভুটান বেশ সতর্ক ছিল। বাংলাদেশের কোচের দৃষ্টিতে ধরা পড়েছে, ‘তাদের ফ্রী কিক ভালো হয়েছে। অন্য দিকে তারা ভালো রক্ষণও করেছে।’

ভুটান এক সময় বাংলাদেশের পেছনে ছিল। সেই ভুটান এখন বাংলাদেশের চেয়ে দুই ধাপ এগিয়ে র‍্যাংকিংয়ে। এশিয়ান কাপ বাছাইয়ের ড্র হবে র‍্যাংকিং অনুযায়ী। সেই র‍্যাংকিং বাড়াতে ভুটানের বিপক্ষে ম্যাচ আয়োজন করেছিল বাফুফে। এক ম্যাচ জয়ের পর আবার হারে সেই লক্ষ্য তেমন পূরণ হচ্ছে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here