স্টামফোর্ড প্রতিনিধি ::  অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম। একুশের ভোরে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারেও শ্রদ্ধা জানিয়েছে সংগঠনটি।

রাত ২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সংগঠনটির পক্ষে শ্রদ্ধা জানান, সভাপতি হাসান ওয়ালী, সাধারণ সম্পাদক আকরাম হোসেন, সিনিয়র সদস্য আমিনুর রহমান হৃদয়, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব জুবায়েদ সিয়াম ও দপ্তর সম্পাদক সাইমুন মুবিন পল্লব।

একুশের ভোরে (রোববার) স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সিদ্ধেশ্বরীস্থ ক্যাম্পাসের শহীদ মিনারেও ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানায় সংগঠনটির সদস্যদরা। সাংবাদিক ফোরামের উপদেষ্টা অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদারের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করেন সদস্যরা। এসময় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের কর্মকর্তা নিজাম উদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here