কাজী মোসাদ্দেক হোসেন, গাজীপুর থেকে, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ বলেছেন, জাতীয় পার্টি মুক্তি যুদ্ধের চেতনায় বিশ্বাসী। আমরাও যুদ্ধাপরাধীদের বিচার চাই। তাদের শক্ত বিচার হওয়া উচিৎ। বৃহসপতিবার বিকেলে তিনি জেলার টঙ্গী আরিচপুরে আমজাদ আলী সরকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে তিন দিনব্যাপী মুক্তিযোদ্ধা মিলন মেলার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, মানুষ মেরে কখনো ক্ষমতায় আসতে চাই নাই। মানুষ মেরে বেশি দিন ক্ষমতায় টিকে থাকা যায় না। ক্ষমতা দেওয়া ও নেওয়ার মালিক হলেন একমাত্র আল্লাহ। তিনি আমার সাথে আছেন। ভালো কাজ করার জন্যই আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। ক্ষমতায় থাকাকালে কারো ক্ষতি করি নাই। তাই আমার কোন নিরপত্তা প্রহরী প্রয়োজন হয় না। তিনি মুক্তিদ্ধোদের প্রতি সন্ত্রাসী-টেন্ডারবাজদের বিরুদ্ধে আবারো হাতে অস্ত্র তুলে নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, যে উদ্দেশ্যে দেশ স্বাধীন করা হয়েছিল, আজো তা আমরা পাই নাই। আজ সমাজে দুর্নীতি, অন্যায়, গুপ্ত হত্যা ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির উচ্চ মূল্যে মানুষের জীবন অতীষ্ঠ হয়ে ওঠেছে। তাই তাদের রুখে দাড়াতে মুক্তিযোদ্ধাদের এগিয়ে আসতে হবে। মুক্তিযোদ্ধা ডা. নাজিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জাপার কেদী্রয় নেতা মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মিয়া, গোলাম হাবিব, বাহাউদ্দিন আহমেদ বাবুল, নিলিমা রহমান প্রমূখ।