ডেস্ক রিপোর্ট::  বিপিএলের পর আর মাঠে দেখা যায়নি সাকিব আল হাসানকে। চলমান শ্রীলঙ্কা সিরিজ থেকেও বিশ্রাম নিয়েছিলেন টাইগার এই অলরাউন্ডার। বেশ কিছুদিন ধরেই ছিলেন বাইশগজের বাইরে। ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দিয়ে আবারও বাইশগজে ফিরলেন সাকিব।

আজ (বুধবার) ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) চতুর্থ রাউন্ডের ম্যাচে বিকেএসপিতে নিজ দল শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে মাঠে নেমেছেন সাকিব।

এদিন টস জিতে শুরুতে তার দল ব্যাট করার সিদ্ধান্ত নেয়। সিটি ক্লাবের বিপক্ষে শুরুটা অবশ্য ভালো হয়নি নুরুল হাসান সোহানের দলের। দুই ওপেনার সাইফ হাসান এবং সৈকত আলি বিদায় নেন দ্রুতই। পরে তিন নম্বরে ব্যাট করতে নামেন সাকিব।

ব্যাট হাতে বেশ সবলীলই দেখা গেছে তাকে। শুরুটা ভালো হলেও ইনিংস বড় করতে পারেননি তিনি। ১৪ বল খেলে ফিরেছেন ১৯ রান করে। সাকিবের সমান ১৯ রান করে ফিরেছেন আরেক ব্যাটার ফজলে মাহমুদ রাব্বিও। এ প্রতিবেদন লেখা পর্যন্ত শেখ জামালের সংগ্রহ ২২ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১০০ রান।

এর আগে সকাল সাড়ে নয়টাই খেলা শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে বিলম্ব হয় খেলা মাঠে গড়াতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here