মনোনেশ দাস, ময়মনসিংহ
ময়মনসিংহের ভালুকা উপজেলার রান্দিয়া গ্রামে বিদেশ ফেরত দুই সহোদর এর বাড়িতে বুধবার রাতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে । ডাকাতদল নগত অর্থ-স্বর্ণালংকার সহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুটে নিয়েছে । । এ সময় ডাকাতের অস্রাঘাতে মহিলা সহ ৩ জন আহত হয়েছে ।
জানাযায় গত ৩ নভেম্বর রান্দিয়া গ্রামের খোরশেদ আলম ফকির এর দুই পুত্র আক্রাম ও আশ্রাফুল সিঙ্গাপুর থেকে ছুটিতে বাড়ি এসে বিয়ে করে । বিয়ের পর হতে গত কয়েকদিন যাবৎ ওই বাড়িতে আত্মীয় স্বজন অবস’ান করছিল । তারা জানায় ঘটনার রাতে ৩০/৩৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল হানা দিয়ে দরজা ভেঙ্গে অস্রের মুখিে তাদের জিম্মি করে নগত ৬০ হাজার টাকা , ২২ভরি স্বর্ণ, ২ টি ক্যামেরা , ৩টি মোবাইল সেট , ৩৫ টি শাড়ী , ১টি ঘড়ি , ৩টি কম্বল , ২টি লাগেজ সহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ।
এ সময় ডাকাতের অস্রাঘাতে খোরশেদ এর স্ত্রী আনোয়ারা (৫০), তার মেয়ে শরিফা (২৫) ও মেয়ের জামাতা বিল্লাল (৩৫) আহত হয় । এদের মাঝে বিল্লালকে ভালুকা হাসপাতালে ভর্তি করা হয়েছে । ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস’ল পরিদর্শন করেছে ।