ময়মনসিংহের ভালুকায় সোমবার সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সিডস্টোর বাজার এলাকায় শেরপুরগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়লে ঘটনাস্থলেই ৫জন নিহত ওঅপর ৭জন আহত হয়। পুলিশ ওএলাকাবাসী সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা টিন বোঝাই ট্রাক(ঢাকা মেট্রো-ট-১৪-৪৮৪১) শেরপুর যাওয়ার পথে ঘটনাস্থলে পিছনের চাকা পানচার হলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার নীচে ধানক্ষেতে পড়ে গেলে ঘটনাস্থলেই অঞ্জাতনামা ৫জন নিহত হয়। এসময় নজরুল(৩২),নুরুল ইসলাম(৩৫), সমিরন(৩৩), রবিন(২৩),আলম(৩০), জামাল(৪০),জাহিদুল (২৭)নামে ৭জন গুরুতর আহত হয়। আহতদেও ভালুকা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদেও মধ্যে নুরুল ইসলাম,নজরুল ও সমিরনকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভতির্ করা হয়েছে। নিহতদেও লাশ ভালুকা থানা পুলিশ উদ্ধার করলেও এখনও পরিচয় পাওয়া যায়নি।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/মনোনেশ দাস/ময়মনসিংহ