খুলনা-কলিকাতার মধ্যে সরাসরি যাত্রীবাহী ট্রেন চলাচলের সম্ভব্যতা যাচাই করতে প্রধান মন্ত্রীর অর্থনৈতিক উপদেস্টা ড. মশিউর রহমান আজ দুপুরে বেনাপোল বন্দর, কাস্টমস হাউস, পুলিশ ইমিগ্রেশন  ও দু’দেশের নো-ম্যান্সল্যান্ড এলাকা  পরিদর্শন করেছেন।

সকালে তিনি যশোর থেকে ট্রেন যোগে বেনাপোলে আসেন। সেখান থেকে তিনি সরাসরি  চেকপোষ্ট পুলিশ ইমিগ্রেশন, নো-ম্যান্সল্যান্ড, বন্দরের লিংক রোড ও বন্দর পরিদর্শন করেন।

পরে তিনি কাস্টম হাউস অডিটরিয়ামে কাস্টমস্‌, বন্দর, রেলওয়ে এবং স্থানীয় বন্দর  ব্যবহারকারী সিএন্ডএফ এজন্ট এসোসিয়েশন নের্তৃবৃন্দের সাথে পৃথক পৃথক বৈঠক করেন।

বৈঠকে উপদেস্টা জানান, অচিরেই বেনাপোল দিয়ে ভারতের সাথে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে। আপাতত যে লাইন দিয়ে পন্যবাহী ট্রেন চলাচল করছে সেটা উন্নয়ন করে ট্রেন চালু করার পরিকল্পনা করা হচ্ছে। এজন্য নতুন করে অর্থ বিনিয়োগের মাধ্যমে নতুন ট্রেন লাইন স্থাপন করার প্রয়োজন নেই।

বৈঠকে বন্দরের রাজস্ব আয় বৃদ্ধি, আমদানি-রফতানী বানিজ্যকে গতিশীল করা, বেনাপোল কাস্টমস্‌ ক্লিয়ারিং হাউস চালু সহ ট্রেন চালুর ওপর গুরুত্ব দিয়ে বক্তব্য রাখেন, এসময় উপস্থিত ছিলেন কাস্টমস কমিশনার মারগুব আহমেদ, বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের মেম্বার অর্থ ও প্রশাসন মো: দেলোয়ার হোসেন, রেলওয়ের চীপ রিজিওনাল ম্যানেজার আব্দুল আউয়াল, বিভাগীয় রেলওয়ে ম্যানেজার পংকজ কুমার সাহা, কাস্টমস্‌-এর যুগ্ন কমিশনার ফাউজুর রহমান,  যুগ্ন কমিশনার আকবর হোসেন, এবং সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব শামসুর রহমান, আলহাজ্ব নুরম্নজ্জামান, এমদাদুল হক লতা, সিরাজুল ইসলাম সিরাজ, এবং ভারত বাংলাদেশ চেম্বার বন্দর সাব কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমান প্রমুখ।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ইয়ানুর রহমান/শার্শা

 

ইয়ানুর রহমান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here