রেল মন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্ত এমপি বলেছেন, ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। আমরা বন্ধুর কাছে বন্ধুর মতো আচরণ চাই। টিপাইমুখ বাঁধ নির্মাণে তাই ভারত একক ভাবে সিদ্ধান্ত নিবে না। আমরা আশা করি ভারত দু’দেশে প্রতিনিধি নিয়ে যৌথ সমীক্ষার মাধ্যমে টিপাইমুখ বাঁধ নির্মাণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে।
তিনি আরো বলেন, এ বাঁধ নির্মাণ হলে সুরমা-কুশিয়ারা নদী শুকিয়ে যাওয়ার আশংকার রয়েছে। এ বাঁধ হলে হাওরাঞ্চলের বোরো ফসলে নানা রকম সমস্যা হবে। শনিবার বিকেলে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শহরের পুরাতন বাস স্টেশনে বিকেলে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্বে করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মতিউর রহমান। জেলা আওয়ামী লীগরে সাধারণ সমপাদক নুরুল হুদা মুকুটের পরিচালনায় বক্তব্য রাখেন, কেন্দ্রিয় আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সদস্য সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এমএ মান্নান, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক, কেন্দ্রিয় আওয়ামী লীগের সাংগঠনিক সমপাদক মিসবাহ উদ্দিন সিরাজ।
এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার এনামুল কবীর ইমন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ূব বখত জগলুলসহ বিভাগীয় ও স্থানীয় নেতৃবৃন্দরা। আগামী সপ্তাহে সুনামগঞ্জে রেলের টিকেট কাউন্টার খোলার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ২০১৩ সালে ছাতক-সুনামগঞ্জ ও মোহনগঞ্জ-ধর্মপাশা রেল লাইন স্থাপনের কাজ শুরু হবে। পদ্মা সেতুর সাথেই সুনামগঞ্জ-সিলেট সড়কের কাজ শুরু হবে বলে তিনি জানান।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/এম এ কাসেম/সুনামগঞ্জ