ভারতের কোলকাতা থেকে উত্তরাঞ্চলীয় দেরাদুনগামী একটি যাত্রীবাহী ট্রেনের দু’টি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনায় দু’টি শিশুসহ সাতজন অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে।
ভারতীয় রেলের জনসংযোগ কর্মকর্তা অনিল সাক্সেনা জানিয়েছেন, ঝাড়খণ্ডের গিরিডির গোমো স্টেশনের কাছে রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। তিনি আরো জানিয়েছেন, অগ্নিকাণ্ডে ‘দুন এক্সপ্রেস’ ট্রেনটির দু’টি এসি বগি পুরোপুরি পুড়ে গেছে। এ ঘটনায় অপর অন্ততঃ ১২ জন আহত হয়েছে।
রেল কর্তৃপক্ষ দুর্ঘটনায় নিহতদের ৫ লক্ষ টাকা ও আহতদের ২৫,০০০ টাকা করে অর্থসাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছে। ভারতের রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী দুর্ঘটনায় মৃতদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এক্সপ্রেস ট্রেনটি গতকাল ভারতীয় সময় রাত সাড়ে আটটায় কোলকাতার হাওড়া স্টেশন ছেড়ে যায়। রেল কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুড়ে যাওয়া দু’টি বগিকে ট্রেনের বাকি অংশ থেকে আলাদা করেন। আগুন লাগার কারণ জানা যায়নি। এ বিষয়ে রেল নিরাপত্তা বিভাগকে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।
বিশ্বের অন্যতম বৃহত্তম রেল নেটওয়ার্কের দেশ ভারতে প্রতি বছর একাধিক ট্রেন দুর্ঘটনা ঘটে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/আন্তর্জাতিক ডেস্ক

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here