
বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল দশটার দিকে প্রদেশের মালসেজ ঘাট নামক এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, বাসটি ঘাট থেকে মোড় নেয়ার সময় একটি দ্রুতগামী টেম্পুর সঙ্গে ধাক্কা খায় এবং ৪শ ফুট নিচে পড়ে যায়। এতে ২৭ যাত্রী প্রাণ হারায়। নিহতদের মধ্যে ১৯ জন নারী এবং বাকি ৮ জন পুরুষ। এ ঘটনায় টেম্পু চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বাসটি মুম্বাইয়ের থানে এলাকা থেকে নাসিক যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে। এর অধিকাংশ যাত্রীই ছিলো থানের।