ভারতে মাওবাদীদের বয়কটের মধ্যদিয়ে ৬৩তম প্রজাতন্ত্র দিবস পালিত। প্রজাতন্ত্র দিবসের মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রাজধানী দিল্লির বিজয় চকে। সেখানে প্রেসিডেন্ট প্রতিভা পাতিল দেশটির সশস্ত্র বাহিনীর সদস্যদের অভিবাদন গ্রহণ করেছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা। এ সময় ভারতীয় বিমান বাহিনীর ‘এয়ার শো’ সবার নজর কাড়ে। কুচকাওয়াজ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং সহ শীর্ষ পর্যায়ের অন্য নেতারাও উপস্থিত ছিলেন।

এছাড়া, পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতার রেড রোডেও সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের তত্ত্বাবধানে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। ওই অনুষ্ঠানে অভিবাদন গ্রহণ করেন রাজ্যপাল এম কে নারায়ণন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিসহ রাজ্য মন্ত্রিসভার অন্য সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এদিকে, ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন প্রজাতন্ত্র দিবসকে ‘কালো দিবস’ হিসেবে পালন করছে। এ কারণে কাশ্মিরে দিবসটি উপলক্ষে জনগণের মাঝে তেমন কোন উৎসাহ দেখা যায়নি।

এছাড়া, ভারতের মাওবাদী সংগঠনগুলোও প্রজাতন্ত্র দিবসকে বয়কট করেছে। মাওবাদীরা প্রজাতন্ত্র দিবস বয়কট করতে দেশের সব শ্রেণীর মানুষের প্রতি আহ্বান জানিয়েছে। মাওবাদীদের হামলার আশংকায় গতকাল থেকেই বিভিন্ন শহরের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/আন্তর্জাতিক ডেস্ক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here