ইয়ানূর রহমান, যশোর প্রতিনিধি ::

ভালো কাজের প্রলােভনে ২৫ জন বাংলাদেশি নারী ও শিশু ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টায় বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে দেশে ফিরেছে। এসময় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়, কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন এবং পশ্চিমবঙ্গেরনারী ও শিশু পাচার রোধ বিষয়ক টাস্কফোর্সের সমন্বিত প্রচেষ্টায় তাদের ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। তাদের মধ্যে নারী ১৩ জন, শিশু ৫ জন ও ৭ জন ছেলে।

অবৈধভাবে বিভিন্ন সময়ে তারা ভারতে প্রবেশ করে। এরা পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন সেইফ হোমের হেফাজতে ছিল। পরবর্তীতে এদের নাগরিকত্ব যাচাই পূর্বক ট্রাভেল পারমিট ইস্যু করে ফিরিয়ে আনা হয়েছে।

বেনাপোল ইমিগ্রেশন ওসি ইমতিয়াজ হোসেন বলেন বাংলাদেশি নাগরিকরা ভালো কাজের আশায় বিভিন্ন সীমান্ত পথে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এরা সাধারনত এক শ্রেনীর দালল চক্রের প্রতারণার শিকার। ফেরত আসাদের বেনাপোল পোর্ট থানার আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানা ওসি মো: রাসেল মিয়া বলেন, ফেরত আসাদের থানার আনুষ্ঠানিকতা শেষে বেসরকারী তিনিটি এনজিও সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে।

যশোর জাষ্টিস এন্ড কেয়ার এর এরিয়া কোয়ার্ডিনেটর মুহিদ বলেন, ফেরত আসাদের আমরা ৮জনকে যশোর রাইটস ১০ জনকে এবং জাতিয় মহিলা আইনজীবি সমিতি ৭ জনকে গ্রহন করেছে। আমরা সকলে তাদের পরিবারের সাথে যোগাযোগ করে তাদের হাতে তুলে দিব। তবে কেউ যদি আইনি সাহায্য চায় তাকে সংস্থা থেকে সহায়তা প্রদান করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here