ডেস্ক রিপোর্ট::  মেহেরপুর সদরের বুড়িপোতা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৪০ হাজার মার্কিন ডলার জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। এ সময় বিজিবির ধাওয়ায় দুই পাচারকারী পালিয়ে যায়।

শুক্রবার (৩১ মার্চ) চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চুয়াডাঙ্গা ৬ বিজিবির অন্তর্গত বুড়িপোতা সীমান্ত ফাঁড়ির কমান্ডার নায়েক সুবেদার শহিদুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ দল মেহেরপুর সদর থানাধীন বাড়িবাঁকা গ্রামে অভিযান চালায়। এ সময় অজ্ঞাত দুইজন ব্যক্তি মোটরসাইকেলযোগে সীমান্তের দিকে যাওয়ার সময় বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে আরোহী একটি ব্যাগ নিয়ে মোটরসাইকেল থেকে নেমে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় চালকও মোটরসাইকেল নিয়ে দ্রুত এলাকা ত্যাগ করেন। টহল দল ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়া ব্যক্তিকে ধাওয়া করলে উক্ত ব্যক্তি প্লাস্টিকের ব্যাগটি ফেলে গ্রামের মধ্যে লুকিয়ে পড়ে। পরবর্তীতে ব্যাগের মধ্যে চারটি বান্ডেলে মোট ৪০ হাজার মার্কিন ডলার পাওয়া যায়।

চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমান বলেন, জব্দকৃত মার্কিন ডলারগুলো বাংলাদেশি টাকায় প্রায় ৪৩ লাখ টাকা। ডলারগুলো মেহেরপুর ট্রেজারি অফিসে জমা করার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় ৬ বিজিবির পক্ষ থেকে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here