ভারতীয় কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রনব মূখ্যার্জি বলেছেন, দুটি দেশের আমদানি রফতানি বানিজ্যে সম্প্রসারন ও স্বচ্ছতা বৃদ্ধির জন্য কারপাশ চালু হয়েছে। আমদানি রফতানি ক্ষেত্রে এটি বড় ধরনের সুযোগ সৃস্টি হবে। ফলে দু’দেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে সেতু বন্ধন আরো শক্ত ও নিবীর হবে। দু’দেশের জাতীয় সংগীত পরিবেশন মধ্যদিয়ে শনিবার দুপুরে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল বন্দরের ওপারে পেট্রাপোল বন্দরে কারপাশ চালুর উদ্ভোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।

ভারতের পেট্রাপোল বন্দর এলাকায় আমদানি ও রফতানিকৃত পন্য পরিবহনে কারপাশ চালুর যৌথভাবে আনুষ্ঠানিক উদ্ধোধন করেন ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রী প্রনব মূখার্জি  ও বাংলাদেশের অর্থ মন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। দু জনেই ভারতীয় ট্রাক ড্রাইভার মনোরঞ্জন দাসের হাতে কারপাশ তুলে দিয়ে আনুষ্টানিকভাবে এর উদ্বোধন করেন।

বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, সরকারের উৎখাতে সেনাবাহিনীর ক্যু’র বিষয়ে বিদেশীদের হাত থাকতে পারে। অল্প দিনেই আমরা সেনা ক্যু উদঘাটন করে জন সম্মুখ্যে এনেছি। সেনাবাহিনী ক্যুর বিষয়ে ভারত সরকারের সাহায্যের প্রয়োজন নেই বলে তিনি জানান। ভারতের সাথে বাংলাদেশের ৩টি পয়েন্টে ট্রানজিট চালু হয়েছে আরো একটি পযেন্টে চালু হবে। নেপাল ও ভুটানের সাথেও ট্রানজিট চালু করা র চিন্তা করা হচ্ছে। দু’দেশের মধ্যে বানিজ্য ও বিনিয়োগ বেড়েছে। তিনি আরো বলেন ট্রানজিট এর বিষয়ে বিরোধীদল এই প্রথম সমর্থন দিয়েছে অচিরেই এটি দ্রুত বাস্তাবয়ন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে পশ্চিমবংঙ্গের খাদ্য মন্ত্রী জ্যোতিপ্রিয় মলিক অংশ গ্রহন করনে। তিনি বলেন, কারপাশ প্রাথমিক ভাবে বেনাপোল বন্দর দিয়ে চালু হলেও পর্য়ায়ক্রমে এটি অন্যাণ্য শূল্ক স্টেশনেও চালু করা হবে। কারপাশ উদ্ভোধনী অনুষ্ঠানে ভারত ও বাংলাদেশের কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ, চেম্বার অব কমার্স ,বন্দর ব্যবহারকারী সংগঠন , সিএন্ডএফ এজেন্টস , বিজিবি, বিএসএফ , ও প্রশাসনিক কর্মকর্তা সহ বন্দর সংশিষ্ট বিভিণœ প্রতিনিধিদের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন সেন্ট্রাল বোর্ড অব এক্সসাইজ এ্ন্ড কাস্টমস এর মেম্বার শ্রী ঠাকুর, বক্তব্য রাখেন কেন্দ্রীয় বোর্ড অব এক্্রসাইজ এন্ড কামস্টমস এর চেয়্যারম্যান এসকে গোয়েল, কেন্দ্রীয় অর্থ মন্ত্রী প্রনব মূখার্জি ও বাংলাদেশী অর্থ মন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। অনুষ্ঠানে উপ¯িহত ছিলেন, পশ্চিমবংগের খাদ্য মন্ত্রী জ্যাতিপ্রিয় মলিক,বাংলাদেশের অর্থ মন্ত্রনালয়ের সচিব ইকবাল মাহমুদ,জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান  ড. নাসির উদ্দিন, কোলকাতা চীপ কমিশনার অব এক্সসাইজ এ্ন্ড কাস্টমস দিপা দাস গুপ্ত, যশোরের সাংসদ খালেদুর রহমান টিটো।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ইয়ানুর রহমান/শার্শা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here