ভারতের পর্যটন ভিসা

স্টাফ রিপোর্টার :: বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের পর্যটন ভিসা পেতে আবেদনকারীদের আগাম সাক্ষাৎকারের প্রয়োজন নেই বলে জানিয়েছে ভারতীয় হাইকমিশন।

সোমবার হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ভারতীয় ভিসাপ্রাপ্তি বাধাহীন, সুষ্ঠু ও সহজ করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। এখন থেকে সিলেট, ময়মনসিংহ, বরিশালে ভারতীয় ভিসা সেন্টারে সরাসরি আবেদন জমা দেওয়া যাবে। প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে।

পর্যটক ভিসা ছাড়া চিকিৎসা, ব্যবসা, সম্মেলন এবং অন্যান্য ভিসার আবেদন আগের মতই সরাসরি জমা দেওয়া যাবে। এছাড়া প্রবীণ নাগরিক ও মুক্তিযোদ্ধাদের জন্য সরাসরি অন্য কাউন্টারে আবেদনপত্র জমাদান অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, এর আগে গত বছরের ৯ জুলাই, রাজশাহী ও রংপুর, মিরপুর ভিসা সেন্টারে ১০ সেপ্টেম্বর পরীক্ষামূলকভাবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর ধারাবাহিকতায় নতুন আরো তিনটি ভিসা সেন্টার যুক্ত হলো।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here