ভারতের অল-রাউন্ডার যুবরাজ সিংয়ের ক্যান্সার ধরা পড়েছে বলে বিভিন্ন প্রচার মাধ্যমে বলা হচ্ছে। এনডিটিভি একে ফুসফুস ক্যান্সার বলে অভিহিত করেছে।
খবরে বলা হয়, ক্যামোথেরাপি নেয়ার জন্য ২৬ জানুয়ারি তিনি যুক্তরাষ্ট্র যান। তার ফুসফুস ও হৃৎপিন্ডের মাঝামাঝি জায়গায় একটি টিউমার রয়েছে।
তার টিউমার ধরা পড়ে অক্টোবরে। কিন্তু তখন বলা হয়েছিল, টিউমারটি নন-ম্যালিগন্যান্ট। কিন্তু এখন বলা হচ্ছে এটি ম্যালিগন্যান্ট।
যুবরাজ শনিবার বলেন, তিনি অনুপ্রেরণা খুঁজছেন সাইক্লিং চ্যাম্পিয়ন ল্যান্স আর্মস্ট্রং-এর কাছ থেকে। ক্যান্সার হওয়ার পরও সাতবারে ট্যুর দ্য ফ্রান্স চ্যাম্পিয়ন আর্মস্ট্রং বেঁচে যান।
যুবরাজ বলেন, তিনি আর্মস্ট্রংয়ের বই ‘ইট ইজ নট অ্যাবাউট দ্য বাইক: মাই জার্নি ব্যাক টু লাইফ’ পড়েছেন এবং আশা করছেন, রোগ নিরাময়ের জন্য এই বই থেকে তিনি নিজেকে অনুপ্রাণীত করতে পারবেন।
ভারতীয় ক্রিকেট দলের নির্বাচকরা অস্ট্রেলিয়ার বিপক্ষে একদিনের সিরিজের জন্য যুবরাজকে দলে রাখেননি। এশিয়া কাপ ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও খেলতে পারছেন না তিনি।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/নিউজ ডেস্ক