ময়মনসিংহ শহরের সাহেব আলী রোড থেকে অসমি মারাক নামে এক জঙ্গী নেতা বুধবার রাতে গ্রেফতার হয়েছে বলে জানা গেছে।
প্রাপ্ত তথ্য ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে , বুধবার রাত ৮ টার দিকে সাহেব আলী রোডে ৫/৬ জন সাদা পোষাকধারী ব্যাক্তি এক ব্যক্তিকে পাকরাও করে । লোকটি ১৭ নং সাহেব আলী রোডের বাসা থেকে বেরিয়ে রিক্সায় উঠার প্রাক্কালে আগে থেকে ওৎ পেতে থাকা লোকজন জাপটে ধরে । লোকটি ছুটে পালানোর জন্য ধস্তাধস্তি শুরু করে । এ সময় তাদের মধ্যে ঘুষাঘুষির মতোও ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে । কিল ঘুষি দিয়ে কাবু করে হ্যান্ডকাফ লাগিয়ে পূর্বে থেকেই দাড়ানো নীল রংয়ের একটি পাজেরো গাড়ীতে তুলে দ্রুত চলে গেছে । লোকটি তাকে গ্রেফতারের কারন জানতে চাইলে নাকি বলা হয়েছে তুই উলফা নেতা । এর বেশী আর কিছু জানা যায়নি। খোজ নিয়ে জানা যায়, ১৭ নং সাহেব আলী রোডের বাড়িতে ওয়ারিশ সূত্রে থাকেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা ভাড়াটিয়া রানা কম্পিউটার ট্রেনিং সেন্টারেরর প্রশিক্ষক অসীম মারাককে গ্রেফতার করা হয়েছে। আসামি মারাক চলতি সপ্তাহেই প্রশিক্ষক হিসাবে যোগদান করেছে । তবে অসীম মারাক ভারতীয় উলফা নেতা কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। অসীম মারাক গ্রেফতার হওয়ার বিষয়টি র্যাব বা ডিবি পলিশ কেউই স্বীকার করেনি।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/মনোনেশ দাস /ময়মনসিংহ