প্রেমিকার অন্যত্র বিয়ে ঠিক হহওয়ায় রাতের আধারে বাড়ি থেকে পালিয়ে গিয়ে চা বাগান প্লান্টেশন এলাকায় প্রকৃতিকে স্বাক্ষী রেখে যুগল প্রেমিক কপালে সিঁদুর পড়িয়ে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়ে মঙ্গলবার ভোর রাতে এক সাথে বিষপান করলে ভাগ্যচক্রে প্রেমিকা বেঁচে গেলেও বিষক্রিয়ায় করুণ মৃত্যু হয়েছে প্রেমিকের। প্রেমিক যুগলের এ করুণ ঘটনাটি ঘটে কমলগঞ্জের শমশেরনগর চা বাগানের ফাঁড়ি চা বাগান দেওছড়া চা বাগানে। বিষপানে প্রেমিকের মৃত্যূ হলেও প্রেমিকা এখন শমশেরনগরস্থ ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালে বিষক্রিয়া যন্ত্রণায় কাতরাচ্ছে।
কমলগঞ্জের দেওছড়া চা বাগানের শ্রমিক শিব প্রসাদ গড়ের ছেলে জয়চান গড় (২২)-এর সাথে একই বাগানের শ্রমিক বিরবল রবিদাসের মেয়ে রিতা রবিদাস(২২)-এর দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক চলছিল। চা বাগান শ্রমিকদের জাত গোত্রের বৈষম্যে উভয় পরিবার এ সম্পর্ক মেনে নিতে নারাজ ছিলেন। এ অবস্থায় দীর্ঘ দিন ধরে তাদের ভালবাসার সম্পর্ক চলাবস্থায় হঠাৎ করে প্রেমিকা রিতার বিয়ে রোববারে অন্যত্র ঠিক হয়। এ সংবাদে প্রেমিক যুগল সোমবার গভীর রাতে বাড়ি থেকে পালিয়ে চা বাগান প্লান্টেশন এলাকায় আশ্রয় নেয়। হাসপাতালে বিষক্রিয়া যন্ত্রণায় কাতরানো আহত রিতা রবিদাস জানায়,প্রেমিক জয়চান প্রকৃতিকে স্বাক্ষী রেখেই তার মাথার সিথেতে সিঁদুর পরিয়ে ও হাতে শাখা পরিয়ে স্ত্রী হিসাবে গ্রহন করে মঙ্গলবার ভোর রাতে দুজন মিলে বিষ পান করেন। বিষক্রিয়ায় প্রেমিক মারা গেলেও ভোরে কাজে আসা চা শ্রমিকরা আশঙ্কাজনক অবস্থায় প্রেমিকা রিতা রবিদাসকে উদ্ধার করে শমশেরনগরস্থ ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় ইউপি সদস্য সীতারাম বীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,জাত গোত্রের যাচাই বছাইয়ে এই দুই পরিবারের মাঝে বিয়ের সম্পর্ক হয় না। তার উপর হঠাৎ করে মেয়ের বিয়ে অন্যত্র ঠিক হলে ছেলে মেয়ে দু’জন মিলে পালিয়ে গিয়ে নিজেরাই অনেকটা বিয়ের আনুষ্ঠানিকতা সেরে বিষ পান করে। পুলিশ প্রেমিক জয়চান গড়ের লাশ উদ্ধার করে দুপুরে ময়না তদনেন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/সোহেল রানা/কমলগঞ্জ