ডেস্ক রিপোর্ট :: আর মাস দেড়েক পর ৫৪ বছর বয়স হবে কাজুওশি মিউরার। তবে সেটা যে শুধুই একটি সংখ্যা, ফুটবল মাঠে তার সদর্প পদচারণাতেই প্রমাণ হয়। তাইতো, জাপানের সবচেয়ে বেশি বয়সী গোলদাতা মিউরার সঙ্গে আরও এক মৌসুম চুক্তির মেয়াদ বাড়িয়েছে ইয়োকোহামা এফসি।

আগামী ২৬ ফেব্রুয়ারি ৫৪ বছর পূর্ণ হবে মিউরার; এর পর দিন শুরু হবে জাপানের শীর্ষ ফুটবল জে লিগের ২০২১ সালের আসর।

জাপান জাতীয় দলের সাবেক এই স্ট্রাইকার ইয়োকোহামায় যোগ দেন ২০০৫ সালে। দলটির হয়ে টানা ১৭ মৌসুম খেলার সামনে দাঁড়িয়ে উচ্ছ্বসিত তিনি।

১৯৮৬ সালে ব্র্রাজিলের দল সান্তোসের হয়ে পেশাদার ফুটবল শুরু করেন মিউরা। ২০১৭ সালে জাপানের পেশাদার লিগে সবচেয়ে বেশি বয়সে গোলের রেকর্ড গড়েন তিনি। ক্লাব গুন্মার বিপক্ষে করা সেই গোলের দিন তার বয়স ছিল ৫০ বছর ১৪ দিন।

জাপানে ‘কিং কাজু’ হিসেবে পরিচিত মিউরা দেশটির সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া ব্যাক্তিত্বদের একজন। ১৯৯৩ সালে জে লিগ যাত্রা শুরুর সময় প্রতিযোগিতাটির সবচেয়ে বড় বিজ্ঞাপন ছিলেন তিনি।

জাপানের হয়ে ৮৯ ম্যাচে ৫৫ গোল করা মিউরা সেরি আর দল জেনোয়া ছাড়াও খেলেছেন ক্রোয়েশিয়া ও অস্ট্রেলিয়ান লিগে।

‘ট্রান্সফারমার্কেট’এর পরিসংখ্যান অনুযায়ী, ক্লাব ক্যারিয়ারে মোট ৬৬৯ ম্যাচে ১৮৭ গোল করেছেন তিনি।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here