মোহাম্মদ হাফিজের পর চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে শতক পেয়েছেন ইউনিস খান। অন্যদিকে উইকেটের অপর প্রান্তে থাকা আগের দিনের অপরাজিত আসাদ শফিক পেয়েছেন অর্ধশতক রান। স্বাগতিকদের প্রথম ইনিংসের জবাবে তৃতীয় দিন প্রথম সেশনে এ পর্যন্ত সফরকারীদের সংগ্রহ চার উইকেট হারিয়ে ৪৯১ রান। এরই মধ্যে বাংলাদেশের চেয়ে ৩৫৬ রানে এগিয়ে আছে পাকিস্তান।
১৪২ রানে ব্যাট করছেন ইউনুস খান। ক্রিজের অন্যপ্রান্তে আছেন ৬৮ রানে আছেন আসাদ শফিক।
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে দ্বিতীয় দিন ১২৮ ওভার খেলে চার উইকেট হারিয়ে ৪১৫ রান তোলে পাকিস্তান। মোহাম্মদ হাফিজের ব্যাট থেকে আসে ১৪৩ রান। ইউনিস ৯৬ রান ও আসাদ ৪০ রানে অপরাজিত ছিলেন। স্বাগতিকদের থেকে ২৮০ রানে এগিয়ে থেকে দিন শেষ করে সফরকারীরা।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/স্পোর্টস নিউজ