বড়ধরনের যান্ত্রিক ত্রুটির কারণে  মঙ্গলবার মধ্যরাতে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১নং ইউনিটটি কয়েকদিনের মাথায় আবারো বন্ধ হয়ে গেছে। তবে বুধবার পর্যন্ত বিষয়টি গোপণ রাখে কর্তৃপক্ষ। জানা গেছে, বাংলাদেশের অন্যতম ১২৫ মেগওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন এ তাপ বিদ্যুৎ কেন্দ্রটির ১নং ইউনিটটি প্রায় দুই মাস ধরে বন্ধ থাকার পর ২৯অক্টোবর চালু হয়।

অথচ কয়েকদিন যেতে না যেতেই ৪ নভেম্বর ভোর ৫টায় এটি বন্ধ হয়ে যায়। এই ইউনিটটি ১৬ নভেম্বর রাতে চালু হলেও আবারো কয়েকদিনের মাথায় গত মঙ্গলবার মধ্যরাতে বন্ধ হয়ে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১নং ইউনিটের ইন্সট্রাকটর কম্পিউটার রুমের শিততাপ নিয়ন্ত্রণ যন্ত্র ও আইডি ফ্যানটি নষ্ট হয়ে গেছে।

এছাড়াও কম্পিউটার রুম, ব্যাটারি চার্জিং রুম, যান্ত্রিক রুম, টারবাইন ডিসিএস এবং কম্পিউটার মনিটর অপারেটিং সিস্টেমও বন্ধ রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্টদের অভিযোগ, এগুলো শুধু নামে মাত্র মেরামত করে চালানো হয়। ফলে বার বার ইউনিটটি বন্ধ হয়ে যাচ্ছে। বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলী মঞ্জুরুল হকের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়টিকে এড়িয়ে যান।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ সংকেত চৌধুরী/দিনাজপুর

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here