তানসেন আলম, বগুড়া প্রতিনিধি :: বগুড়া -ঢাকা মহাসড়কের শাজাহানপুরের বনানীর ফটকী ব্রিজের রেলিং ভেঙ্গে মালবাহী ট্রাক দূর্ঘটনায় ঘটনাস্থলে ২জন নিহত হয়েছে।
নিহতরা হলেন মা জাহেদা (৪৫) স্বামী ঃ আঃ কাইউম, শাহপাড়া ঠাকুরগাঁ সদর, একই এলাকার মেয়ে সাবিনা (২০), স্বামীঃ জনি।
বগুড়া হাইওয়ে পুলিশের সাব ইন্সপেক্টর কাজল কুমার নন্দি জানান, বুধবার সকাল ১১টা ৪০ মিনিটে চট্রগ্রাম থেকে রড বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। এ ঘটনায় দুইজন মারা গেছে। ট্রাকটি উদ্ধারা হয়েছে। ড্রাইভার হেলপার পালিয়ে গেছে।
তিনি আরো জানান ট্রাকটি চট্রগ্রাম থেকে ঠাকুরগাঁর উদ্দেশ্যে যাচ্ছিল। নিহত দুজন যাত্রী হিসেবে ট্রাকে উঠেছিল। ঢাকার সাভার থেকে ট্রাকে উঠে ঠাকুরগাঁ যাচ্ছিল। এরা দুজন মা মেয়ে।